তোমায় ডেকে - AbegMoy Golpo

নতুন গল্প

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, February 17, 2020

তোমায় ডেকে

Abegmoy Golpo
তোমায় ডেকে





তুমি ছিলে ঐ আকাশে
আমি ছিলাম মাটিতে
হঠাৎ একদিন তোমাকে
বললাম আমি ডেকে।

তুমি কিছুই না বলে
চুপ করে রইলে সেদিন
আবার একদিন বললাম
তোমায় ডেকে।

সেদিনও কিছু বলোনি তুমি
তাই তো আমি ভেবেছিলাম
তোমার ছবি বুকে একেছিলাম
তোমায় নিয়ে দেখেছি আমি
কত রংয়ের স্বপ্ন।

যেদিন তুমি বললে আমায়
আমি যাবো আমার ঠিকানায়
তখন আমি তোমার দিকে
হা করে রইলাম তাকিয়ে।

ভাল যদি নাই বাসতে
আগে বলোনি কেন?
ভালবাসা না দিয়ে
করলে কেনো হেন।

তোমার কারনে আমার জীবনটা
অর্ধেক শেষ প্রায়
তুমি আমার ভাবনা
তুমি আমার কল্পনা
তুমি মনের আল্পনা
তোমায় ছাড়া বাঁচবো না।

তোমার বলাটা তো দেরি হলো
আমার জীবনটা তো নষ্ট হলো
ভালবাসনি তাতে দুঃখ নেই
তোমার সুখই আমার সুখ
ভাল থেকো সুখে থেকো
হাসি ভরা মুখ।

পৃথিবীর যে প্রান্তেই
থাকোনা প্রিয়া
তোমার আগে যদি
পৃথিবী থেকে বিদায় নেই
শুধু একবার এসে
আমার লাশটা দেখে নিও।

মরেও সুখে থাকবো
বেঁচে রবো তোমারই বুকে।



Post Bottom Ad

Responsive Ads Here

Pages