![]() |
এসো হাত ধরো |
এসো হাত ধরো
চলে যাই কোথাও
ঘর বাধি জোছনার সরোবরে
রক্তিম পরাগে পাখি অধরে
ভালবাসার চুম।
শুভ্র ঢেউয়ের তালে তালে
ভেসে চলি স্বর্ণালী সৈকতে
উষ্ণ আবেগে অজানা কথায়
শব্দ তরঙ্গে।
এক একটি মালা গাঁথি
বাসন্তিকা উৎসবে মেতে উঠি
দু’জন দু’জনা
স্বপ্নের মায়াবি কুন্ড করি রচনা।
তোমার আমার পুষ্পিত উদ্যান
ভরে যাবে মৌমাছির গুঞ্জনে।
No comments:
Post a Comment