আমি এক সাধারণ
আমি সবারই অবাঞ্ছিত অভিনন্দন জানাই তোমায়
কোনো এক সাধারণ, রজনী গন্ধার ও গোলাপ, চন্দন
তোমার এই শুভ দিনে ওগো বন্ধু আমার
কি দিয়ে করিব বরণ? স্বতনে উহা করিও গ্রহণ।
আজকের এই শুভক্ষণে আমি গায়ক নই
তোমারই শুভ জন্মদিনে, যে তোমায় গান শোনাব,
কতজন কত কিছু দিলে আমি কবি নই
তুমি করলে বরণ স্বযতনে। যে তোমায় কবিতা লিখে দিবো।
কি দিবো আমি তোমায়? আমি নৃত্য শিল্পী নই
ভাবিতেছি নিশি জেগে। যে তোমায় নৃত্য দেখাব,
কি পেলে হবে সুখী? আমি এক সাধারণ
আমার নিকট থেকে। তোমাকে কি দেবো?
“হৃদয়ে আছে অফুরন্ত ভালবাসা
বন্ধু তুমি করিও গ্রহণ
আমি এক সাধারণ
বন্ধু বলে করিলাম সম্বোধন।”
How To Play Baccarat - Urban Football League
ReplyDeleteBaccarat is 메리트카지노총판 similar to baccarat without a layout, as it's much like playing on the other version. The 샌즈카지노 two types of bets are 바카라 the total, total, and