আজও মনে পরে
বাংলা ১৪১৬ সনের
প্রথম দিনটিতে
চেয়েছিলাম তোমায় দেখতে
আর শুভ নববর্ষের শুভেচ্ছা জানাতে।
বিধাতার কি সুন্দর কাহিনী
তোমার দেখা পাইনি
শুভেচ্ছাও জানাতে পারিনি।
কত মানুষ আপন জনকে নিয়ে
আনন্দের মধ্য দিয়ে দিন কাটায়
আর তোমার ভালবাসা
শুধু আমায় কাঁদায়।
আজও মনে পড়ে
সেই দিনটির কথা
যেই দিনটিতে তোমার জন্য
পেয়েছিলাম অনেক ব্যাথা।
সেই দিনটি হলো-
১লা বৈশাখ ১৪১৬
আামার জীবনটা কেন এমন হলে
এই কি আমার ভালবাসা
এমন ভালবাসায় কি
কখনও সুখি হওয়া যায়?