আজও মনে পড়ে - AbegMoy Golpo

নতুন গল্প

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, February 17, 2020

আজও মনে পড়ে

আজও মনে পরে




আজও মনে পরে



বাংলা ১৪১৬ সনের
প্রথম দিনটিতে
চেয়েছিলাম তোমায় দেখতে
আর শুভ নববর্ষের শুভেচ্ছা জানাতে।

বিধাতার কি সুন্দর কাহিনী
তোমার দেখা পাইনি
শুভেচ্ছাও জানাতে পারিনি।

কত মানুষ আপন জনকে নিয়ে
আনন্দের মধ্য দিয়ে দিন কাটায়
আর তোমার ভালবাসা
শুধু আমায় কাঁদায়।

আজও মনে পড়ে
সেই দিনটির কথা
যেই দিনটিতে তোমার জন্য
পেয়েছিলাম অনেক ব্যাথা।

সেই দিনটি হলো-
১লা বৈশাখ ১৪১৬

আামার জীবনটা কেন এমন হলে

এই কি আমার ভালবাসা
এমন ভালবাসায় কি
কখনও সুখি হওয়া যায়?


Post Bottom Ad

Responsive Ads Here

Pages